নওগাঁর ধামইরহাটে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুরকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে ভুক্তভোগী মঙ্গলবার সন্ধ্যার দিকে ভাসুর রুবেল হোসেনের (২৮) বিরুদ্ধে মামলা করলে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। রুবেল হোসেন উপজেলার মউশড় গ্রামের দুদু মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুবেল হোসেন ও তার ছোট ভাই একই বাড়িতে বসবাস করেন। গত ১৪ নভেম্বর বিকেলে গৃহবধূর স্বামী গরু নিয়ে মাঠে যান। এ সময় গৃহবধূকে বাড়িতে একা পেয়ে রুবেল হোসেন তার ঘরে ঢুকে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে মেঝো ভাসুরের স্ত্রী এগিয়ে এলে রুবেল হোসেন ঘরের জানালার ফাঁক দিয়ে পালিয়ে যান।
সন্ধ্যায় গৃহবধূর স্বামী বাড়িতে এলে বিষয়টি তাকে জানানো হয়। পরে ভুক্তভোগী তার স্বামীকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী এ ন্যাক্কারজনক ঘটনায় ভাসুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Discussion about this post