পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক সুখে আছে’। কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় বলেছে, এ বিষয়ে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
এ বিষয়টি নিয়ে রোববার বিবিসি বাংলার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কাছে প্রতিক্রিয়া চাওয়া হয়। এর জবাবে ভারতের প্রতিক্রিয়ার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলছেন, ‘এই ঘটনা আসলে একটা দুর্ঘটনা, সেটা ওই দেশেও হয়। কোন সরকারই চায় না যে এগুলো হোক। আমাদের দেশ সম্প্রীতির দেশ। আমাদের দেশে মাইনরিটিরা যত সুখে আছে, অন্য অনেক দেশে সে অবস্থা নেই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম একটা দুর্ঘটনা ঘটলে সাথে সাথে আমরা তার বিচারের ব্যবস্থা করি, সেজন্য আমাদের কাছে তদবির করার দরকার নেই বা পরামর্শের দরকার নেই। আমরা নিজে থেকেই এ ব্যাপারে অ্যালার্ট। সম্প্রীতি কোথাও নষ্ট হোক, এটা আমরা চাই না, এটা আমাদের একটা প্রায়োরিটি ইস্যু।’
বিষয়টি নিয়ে পরাষ্ট্রমন্ত্রী বরং অন্যদের সতর্ক থাকার পরামর্শ দেন, যাতে তাদের নিজের ঘরে এরকমের দুর্ঘটনা না হয়।
Discussion about this post