প্রবাসের কর্মব্যস্ততার মাঝে কিছুটা প্রশান্তি ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। আমিরাতে বসবারত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আবুধাবিতে ২০১৮ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয় BRCC। নিজেদের শারীরিক মানষিক তৃপ্তির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্বলে ভুমিকা রাখছে BRCC।
এখানে ইন্ডিয়ান, পাকিস্তান, শ্রীলঙ্কানদের টিমের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে BRCC। বর্তমানে আবুধাবির সেরা ক্লাব সমূহের একটি BRCC। BRCCর কোন স্পন্সর নেই । দলের সদস্যরা যাবতীয় খরচ বহন করে খেলা চালিয়ে যাচ্ছে। BRCC বিশেষত্ব হলো দলের সব সদস্য বাংলাদেশী। সবাই একটা পরিবারের মত সুখ দুঃখে একে অন্যের পাশে দাড়ায়। আর এই পরিবারে অভিভাবক হিসাবে আছেন সবার শ্রদ্ধেয় সাইফুল ইসলাম সাইফ (খোকন), তানভির, আরাফাত, হান্নান ভাইয়ের মত অভিজ্ঞ এবং বন্ধুসুলভ বড় ভাইয়েরা। সিনিয়র সোহেল, হেলাল, হোসেন, ফয়সাল ভাইদের সাথে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তরুণ জাহেদ ,আরাফাত জুনিয়র, সোহেল, নুর, ফারহানর। পরিবারের বড় ভাইদের আদর এবং শাসনে এগিয়ে যাচ্ছে BRCC।
Discussion about this post