টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের আগের রাতে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে মেয়ে। সেই ক্ষোভে আর লজ্জায় আত্মহত্যা করেছেন বাবা জাহাঙ্গীর হোসেন (৪৭)। সোমবার (২ নভেম্বর) উপজেলার শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে সাথীর সঙ্গে ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে মাসুদের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিনি বিষয় জানতে পেরে মেয়ের সঙ্গে কথা বললে তা অস্বীকার করে। তবে এ ঘটনা শোনার পর মেয়ের বিয়ে দিতে উঠে পড়ে লাগেন তিনি।
পরে একই উপজেলার কুশারিয়া গ্রামের এক ছেরের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। সোমবার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এর আগের রাতেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় সাথী। এতে লজ্জায় আর ক্ষোভে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর। তবে ছেলে ও মেয়ের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. সফর আলী।
the daily campus
Discussion about this post