কুয়েত থেকে দেশে ফেরার ফ্লাইটে মৃত্যুবরণ করলেন বোরহান মিয়া নামক ৫৭ বছর বয়সী একজন কুয়েত প্রবাসী। আজ বৃহস্পতিবার তার মরদেহ নিয়েই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে জাজিরা এয়ারওয়েজ এর ফ্লাইটটি।
কুয়েত থেকে দেশে আসার ফ্লাইটে মারা গেলেন প্রবাসী!
৫৭ বছর বয়সী বোরহান মিয়া কুয়েতে কর্মরত বাংলাদেশী প্রবাসী। তার দেশের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। করোনার কারনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারনে অসংখ্য বাংলাদেশী প্রবাসীর মতো তিনিও কুয়েতে আটকা পড়েছিলেন। আজ বৃহস্পতিবারে জাজিরা এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে করে দেশে রওনা দেন তিনি। তবে, ফ্লাইট আকাশে থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়।
বিমানবন্দর সংশ্লিষ্ট সকলে জানান, বোরহান মিয়া হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। তার লাশ নিয়েই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে ফ্লাইটটি। ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ তার পরিবার পরিজনের সাথে যোগাযোগ করার ব্যাপারে উদ্যেগ গ্রহন করেছে।
Discussion about this post