সংযুক্ত আরব আমিরাতে বাঙ্গালী সংস্কৃতির প্রসারের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘শেকড়ের খোঁজে’ নামে একটি সংগঠন। আমিরাতে বসবাসরত সংস্কৃতিমনা একঝাঁক তরুণের সম্মিলনে যাত্রা শুরু করেছে এই সংগঠন। শনিবার ৫৫ জন সদস্য নিয়ে কাজী গুলশান আরার নেতৃত্বে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
এর আগে সাবেক সেনা কর্মকর্তা ও নারী উদ্যোক্তা কাজী গুলশান আরাকে সভাপতি ও সংগীত শিল্পী জাবেদ আহমেদ মাসুমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়।
সংগঠনের আত্মপ্রকাশ সম্পর্কে সভাপতি কাজী গুলশান আরা বলেন, প্রবাসে যাদের বেড়ে ওঠা, অনেকেই দেশীয় সংস্কৃতি সম্পর্কে কিছু জানেনা । শেকড়ের খোঁজে শুধুমাত্র নাচ, গান বা আবৃতির কোন সংগঠন নয়। শেকড়ের খোঁজে যোগসূত্র তৈরি করবে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালীদের মাঝে এবং বাঙালি সংস্কৃতি, ইতিহাস, সভ্যতাকে পৌঁছে দেবে এ প্রজন্মের কাছে। বাংলাকে ছড়িয়ে দেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শুধু তাই নয়, আমরা পাশে দাঁড়াবো প্রতিটি বাঙালির, যেখানেই যাদের প্রয়োজন।’
তিনি আরো বলেন, বিচ্ছিন্নভাবে আমরা দীর্ঘদিন বিভিন্ন সংগঠনে কাজ করে আসছিলাম। সেগুলোর বেশিভাগই কেন্দ্রীয় পরিষদ থাকে অন্য দেশে। তাই আমরা নিজস্বতা আনতে এবার শেকড়ের খোঁজের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। সমাজের জন্য এবং সমষ্টিগতভাবে দেশের জন্য কিছু করার চাহিদা থেকেই এই সংগঠনের সূচনা। সংস্কৃতি চর্চার পাশাপাশি শিক্ষা এবং শিশুদের বিকাশের জন্য আমরা কাজ করতে চাই।
শেকড়ের খোঁজের ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন-সহ সভাপতি বেলায়েত হিরু, সহ সভাপতি অনিন্দিতা খান সুমি, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিদা চৌধুরী পপি, সাংগঠনিক সম্পাদক মামুন রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফা নুশরাত, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আরিফ, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রশীদ রাসেল, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক সামসুদ্দিন ফারুক সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাকসুদা খানম, যুগ্ম শিক্ষা সম্পাদক নাজনীন আক্তার, যুগ্ম শিক্ষা সম্পাদক আলী মোকাদ্দেস, প্রচার সম্পাদক সামসুদ্দিন ফারুক সুমন ও দপ্তর সম্পাদক সারোয়ার জামান জাবেদ।
Discussion about this post