চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ একটি বিমানের সিটের নিচ থেকে সাড়ে ১৮ কেজি স্বর্ণ আটক করেছে বিমানবন্দর কাস্টমস।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে স্বর্ণের ওই বড় চালানটি আটক করা হয়।
উদ্ধারকৃত এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টসের উপ কমিশনার রোকসানা খাতুন।
তিনি জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বিজি-১৪৮ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ শেষে সকল যাত্রী নেমে যাওয়ার পর রামেজিং’র (নিয়মিত তল্লাশি) সময় তিনটি সিটের নিচ থেকে আটটি কালো স্কসটেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত প্যাকেট পাওয়া যায়। এসময় শুল্ক কর্মকর্তারা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে নিয়ে এসব প্যাকেট খোলার পর তাতে ১৬০ পিস স্বর্ণবার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ১৮ কেজি ৫৬০ গ্রাম ও বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা বলে ওই শুল্ক কর্মকর্তা জানান। উদ্ধারকৃত স্বর্ণবার চট্টগ্রাম কাস্টম হাউসের কাস্টুডিয়ান শাখায় জমা করা হবে ও পরে বাংলাদেশ ব্যাংকের নিকট হস্তান্তর করা হবে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর দুবাই থেকে বাংলাদেশ বিমানের উড়োজাহাজে আসা এক যাত্রীর কাছ থেকে ৮২ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।

























