ধর্ষিত বোন
মুহাম্মদ আহসান আরিফ
স্বাধীন দেশের পুরুষ মোরা
আছি বোবা পরাধীন,
ধর্ষিত আজ হাজারো বোন
ধর্ষক ঘুরে স্বাধীন।
অহমিকা দেখে দুই চোখ
করে জ্বালা পোড়া,
এতো সাহস কৃত্রিম শক্তি
দিচ্ছে তাদের কারা!
লাঞ্চিত বোন নিশ্চুপ সমাজ
আইনের নাই প্রয়োগ,
ধর্ষিত বোনের সাহসী ভাই
মুন্ডু করবে বিয়োগ।
প্রতিটি ঘরে একজন করে
একটি ভাই চাই,
বোনের ইজ্জত লুটে নেবার
শাস্তি দেবো নিজেরাই।
কষ্ট লাগে ভাবতে পুরুষ
এই সমাজের বুকে,
ধিক্কার জানাই পুরুষ জাতি
ফেরাও নিজেকে।
লেখক, আমিরাত প্রবাসী।

























