কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
৯১ বছর বয়সী এই আমিরের মৃত্যুর খবর টেলিভিশনে ঘোষণা দেন দেশটির রাজকীয় বিষয়ক মন্ত্রীর দায়িত্বে থাকা শেখ আলী জারাহ আল-সাবাহ। তিনি বলেন, কুয়েতের আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
সাবাহর ৮৩ বছর বয়সী সৎ ভাই এবং বর্তমান যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমেদ নতুন নতুন আমিরের দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।
গত জুলাইয়ে শারীরিক চিকিৎসাকার জন্য কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যান আমির শেখ সাবাহ। সাবাহ তেলসমৃদ্ধ উপসাগরীয় আরব দেশ কুয়েতের আমিরের দায়িত্বে আসেন ২০০৬ সালে। এর আগে তিনি ৫০ বছর ধছরের বেশি সময় ধরে দেশের পররাষ্ট্র নীতি দেখাশুনা করতেন। তাকে ‘ডিন অব আরব ডিপ্লোমেসি’ আখ্যা দিয়ে থাকেন অনেকে।
আঞ্চলিক নানা বিরোধ নিরসনে মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করেছেন আমির শেখ সাবাহ। কাতারের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশের সাম্প্রতিক আরোপিত অবরোধ অবসানেরও চেষ্টা করেছেন তিনি। শেখ সাবাহ সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ থেকে কুয়েতকে বিরত রেখেছেন।
শেখ সাদ আল-আবদুল্লাহর পদত্যাগের পর ২০০৬ সালে কুয়েতে আমিরের দায়িত্ব গ্রহণ করেন শেখ সাবাহ। এর আগে তিনি পূর্ববর্তী আমির শেখ জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর অধীনে প্রধীনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত এবং ১৯৯২ সাল থেকে ২০০৩ পর্যন্ত কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
Discussion about this post