সুনামগঞ্জে প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে ছাতক পৌরসভার আপন হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সেলিম মিয়া জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।
পেশায় সিএনজিচালক সেলিম মিয়া ছাতক পৌরসভার আপন হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে তিন মাস ধরে বসবাস করছিলেন। তার স্ত্রী ছামছিয়া বেগম দুই বছর ধরে সৌদিতে গৃহকর্মীর কাজ করেন।
দাম্পত্য কলহের জেরে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে স্ত্রীর ওপর অভিমান করে তাকে ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেন তিনি।
Discussion about this post