দেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১০৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩৬ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। মোট ৫ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় আজ নতুন রোগী ও শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে।
 বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১০ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ২৭ জন।
গতকাল দেশে পরীক্ষার তুলনায় রোগ শনাক্তের হার ছিল ১১ দশমিক ০৯ শতাংশ। গতকাল এক হাজার ৩১৩ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। মৃত্যু হয়েছিল ২১ জনের।
 
 
 
  
 

























