ইশতিয়াক আসিফ, মঙ্গলবার সকালে আবুধাবিতে ট্রাফিক দুর্ঘটনা খবর পাওয়া যায়। আল ফায়া-সাইহ সোয়েব ট্রাক রোডের এ সড়ক দূর্ঘটনায় তিনজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন।
দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হওয়াই এ দুর্ঘটনা ঘটে। আবুধাবি পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জানা যায় ছোট বাসের চালকের দৃষ্টি আকর্ষণ না করার কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে তিনি বিচ্যুত হন। এবং পরে ধাক্কা লাগলে এ দূর্ঘটনা ঘঠে। এ ধরণের দূর্ঘঠনা এড়াতে আবুধাবি পুলিশ সমস্ত গাড়িচালককে বিশেষ করে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে সাবধানতার সাথে গাড়ি চালানোর এবং রাস্তায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
নিহতরা এশিয়ান নাগরিক বলে জানা যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের লাশ এশিয়ান মর্গে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে ।
Discussion about this post