ইশতিয়াক আসিফ, আমিরাতের আজমানে কোভিড-১৯ এর আইন লঙ্ঘনের অপরাধে দুটি শপিং কেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। রবিবার অর্থনৈতিক উন্নয়ন অধিদফতর (ডিইডি) ঘোষণা করেছে, কোভিড -১৯ এর সতর্কতামূলক আইন মানতে ব্যর্থ হওয়ার জন্য দুটি শপিং কেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শফিং সেন্টারগুলোর নাম স্হানীয় গণমাধ্যমে প্রকাশ হয়নি।
পরিদর্শন ও ফলো-আপ বিভাগের ব্যবস্থাপক মাজেদ আলসুওইদি বলেছেন, কোভিড -১৯ এর বিস্তার রোধে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্য প্রয়োজনীয়তার সাথে মেনে চলেছে কি না! তা নিশ্চিত করতে আমিরাতের বাণিজ্যিক প্রতিষ্টান ও বাজারগুলিতে তাদের পরিদর্শন অভিযানগুলিকে আরও তীব্র করা হবে।
আমিরাতের সব অঞ্চলে কোভিড ১৯ এর আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে। এবং আমিরাত বাসিন্দাদের সুবিধার্থে আমিরাত সরকার বার বার সতর্ক করে যাচ্ছেন এবং আমিরাতের আইন গুলো মানার জন্যে অনুরোধ জানিয়েছেন।
Discussion about this post