সুইডেনে এক মাসের ব্যাবধানে দুইবার পবিত্র কুরআনুল কারীম পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলারস (আইইউএমএস)।
এক বিবৃতিতে এসব উস্কানিমূলক কর্মকান্ড ও লঙ্ঘন রোধ করতে এবং ইসলাম বা অন্য কোন ধর্মের বিরুদ্ধে বর্ণবাদ ও বিদ্বেষ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইউরোপীয় দেশগুলিকে আহ্বান জানিয়েছে আইইউএমএস।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা এমন কাউকে কুরআন শরীফ পোড়ানোর মতো জঘন্য কাজের নিন্দা জানাতে শুনিনি যারা মুখে মানবতার বুলি আওড়ায় ও সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাবোধ দেখানোর দাবি করে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুইডেনের মুসলিম অধ্যুষিত এলাকায় ডেনমার্কের একটি উগ্রবাদী দল পবিত্র কুরআনুল কারীম পুড়িয়ে দিয়েছে। মাসখানেক আগেও দক্ষিণ সুইডেনের শহর মালমোতে পবিত্র কুরআনুল করীম পোড়ানোর মতো জঘন্য কাজ করে ওই মুসলিম বিদ্বেষী উগ্রবাদী দলটি।
সূত্র – আনাদোলু এজেন্সি
Discussion about this post