করোনার কারণে আটকে পড়া লেবাননের রাজধানী বৈরুত থেকে ৪১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। যেখানে কিছুদিন আগে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক নিহত ও সহস্রাধিক লোক আহত হয়েছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে শুক্রবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এদিকে জানাগেছে দেশে ফেরার অপেক্ষায় আরো শত শত প্রবাসী বাংলােদশী।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দফতরের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
করোনা কারণে বিমান চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে নিবন্ধিত বাংলাদেশিরা ফিরতে পারছিলেন না। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে সরকার। ইতোমধ্যেই কয়েক হাজার বাংলাদেশি ফিরেছেন। আবার ছুটি শেষে প্রবাসেও ফিরে গেছেন অনেকে।






















