ইশতিয়াক আসিফ: আজমান পুলিশে ট্র্যাফিক অ্যান্ড পেট্রোলস ডিরেক্টর লেঃ কর্নেল সাইফ আল ফেলাসির মতে, সোমবার আল রাকাইব আবাসিক এলাকার অভ্যন্তরীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্হানীয় গনমাধ্যমে প্রচারিত সংবাদে জানা যায় গাড়ীতে ড্রাইবার ছাড়াও আরো একজন যাত্রীও ছিলেন। এ দুর্ঘটনায় গাড়ি চালকের সাথে যাত্রীও আহত হয়েছেন বলে জানা যায়।
আমিরাতের স্হানীয় গণমাধ্যমের প্রচারিত সংবাদ অনুসারে উক্ত গাড়ীর ড্রাইবার বেপরোয়াভাবে প্রচন্ড গতিতে গাড়ি চালানোর সময় ফুটপাথের সাথে সংঘর্ষে গাড়ীটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। ড্রাইবার বেশি আহত না হলেও, অন্য যাত্রী গুরুতর আহত হয়েছেন।জানা যায় গাড়ীর চালক আরব দেশের নাগরিক। ইতিমধ্যে গাড়ীটির আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজমান পুলিশ গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিকের নির্দেশনা অনুসরণ করতে সতর্ক করেছে, বিশেষত আবাসিক এলাকায় গাড়ি চালানোর সময়।
Discussion about this post