২০২১ সালে বাংলাদেশে শুরু হবে বিমান তৈরি কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক জানিয়েছেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত এক ওয়েব কনফারেন্সে তিনি এ কথা জানান।
কনফারেন্সে ভাইস চ্যান্সেলর বলেন, আমরা আশা করছি ২০২১ সালেই বাংলাদেশে বিমান তৈরির কাজ শুরু করতে পারবো। বাইরের কিছু কোম্পানি যারা বিশ্বমানের এয়ার ক্রাফট তৈরি করে তাদের সহযোগিতায় বিমান তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।
Discussion about this post