আরব আমিরাতের আবুধাবির পর এবার দুবাই ফেরা নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের। তাদের অভিযোগ, দুটি বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদের আশ্বাসে চড়া দামে টিকিট কিনলেও বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে অর্ধশতাধিক যাত্রীকে। ইতোমধ্যে যারা টিকিট কিনেছেন ফেরা নিয়ে অনিশ্চয়তায় আছেন তারা। এজন্য বিমান্সংস্থাকে দায়ী করছেন ট্রাভেল এজেন্টরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ভিসা ঠিক থাকলে কোনো অনুমোদন ছাড়াই যাওয়া যাবে ফ্লাই দুবাই ও এমিরেটস এয়ারলাইন্সের এমন আশ্বাসে চড়া দামে টিকিট কাটলেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে অনেককে।
ভুক্তভোগীরা জানান, টিকেট নিতে গেলে বলেছে; কোনো ধরনের অ্যাপ্রুবাল লাগবে না, শুধু ভিসা একটিভ থাকলেই হবে। আমরা ১ লাখ ২০ হাজার দিয়ে টিকেট কেটেছি। কিন্তু এখন বলছে, দুবাই যেতে হলে গ্রিন সিগন্যাল লাগবে।
দুবাই ভ্রমণের ক্ষেত্রে জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি ও ফরেন অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের অনুমোদনের পাশাপাশি কোভিড সার্টিফিকেট লাগে।
Discussion about this post