গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৯০ হাজার ৮০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্ত ৪২ লাখ ছাড়াল।
সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা শনাক্ত ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জন। একক দেশ হিসেবে করোনা সংক্রমণের দিক দিয়ে এটি এখন দ্বিতীয়। এর আগে শনাক্ত বিবেচনায় বিশ্বে দ্বিতীয় ছিল ব্রাজিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত এক মাসের মধ্যে সোমবার ভারতে সর্বাধিক ৯০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়। গত এক মাসে বিশ্বের আর কোনো দেশে এতো বেশি শনাক্ত হয়নি।
ভারতের পাঁচটি রাজ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে।
ভারতে আক্রান্তদের মধ্যে সাড়ে ৩২ লাখ ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ হাজার।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ১ হাজার ১৬ জন। এখন পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা ৭১ হাজার ৬৪২ জন।
Discussion about this post