ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার পর প্রথমবারের মতো ইসরাইলি একটি বাণিজ্যিক বিমান আরব আমিরাতে অবতরণ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারসহ ইসরাইল ও মার্কিন প্রতিনিধিরা একটি বিশেষ বৈঠকের উদ্দেশ্যে ওই বাণিজ্যিক বিমানে আবুদাবিতে পৌছে।
ইসরাইল-মার্কিন প্রতিনিধি দলটির নের্তৃত্ব দিচ্ছেন কুশনার। এছাড়া এ দলে আছেন মার্কিন নিরপিত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রেইন এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মেয়ার বেন শাব্বাত।
আমেরিকার মধ্যস্ততায় ১৩ আগস্ট আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর প্রথম ইসরাইলি ফ্লাইট সোমবার (৩১ আগস্ট) আবুধাবি বিমানবন্দরে অবতরণ করলো। ফ্লাইটটি তেলআবিবের গুরিয়ন বিমানবন্ধর থেকে আবুধাবির উদ্দেশ্য রওয়ানা করে। এতে ইসরাইলি প্রতিনিধি ও আমেরিকার প্রতিনিধিদল আমিরাত আসেন।
Discussion about this post