সংযুক্ত আরব আমিরাতের ফিরে যেতে রেসিডেন্স ভিসাধারী প্রবাসীদের জন্য আর অনলাইনে আবেদন করে অনুমতি নিতে হবে না। বুধবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) তাদের ওয়েবসাইটে জানিয়েছে আমিরাতে ফিরতে এখন থেকে অ্যাপ্রুভাল প্রয়োজন হবে না।
স্থানীয় গনমাধ্যের খবরে বলা হয়েছে, ১২ আগস্ট থেকে বাহিরে আটকে থাকা অভিবাসীদের আরব আমিরাতে প্রবেশের জন্য আইসিএ কর্তৃক প্রদত্ত অনুমোদন আর দরকার হবে না, ফলে করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে প্রবাসীদের নিজে দেশ থেকে আইসিএ অনুমোদন নেয়ার বাধ্যতামূলক যে নিয়ম ছিল তা আর থাকছে না।
গত ১১ আগস্ট সোমবার বিমান সংস্থাকে পাঠানো এক প্রজ্ঞাপনে ‘আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে বৈধ ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের (আইসিএ) অনুমতি নিতে হবে না ঘোষনা দেওয়ার ১ দিন পর Federal Authority for Identity and Citizenship (ICA) কতৃপক্ষ জানিয়েছে আমিরাতের কোন বিমানবন্দরে আর অনুমতি লাগবে না।
দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, উম্মুল আল কোওয়াইন, রাস আল খাইমাহ এবং ফুজাইরাহ ভিসাধারী প্রাবাসীরা আরব আমিরাতের
ফিরে আসতে পারবেন অনুমোদন ছাড়া ।
তবে প্রত্যাবর্তনকারী বাসিন্দাদের আমিরাত সরকার কতৃক অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে COVID- 19 পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে।
Discussion about this post