“শুধু মানুষ নয়,পরিবেশেরও খাদ্য চাই “এই প্রতিপাদ্য কে সামনে রেখে চট্টগ্রামের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “দূর্মর বাংলাদেশ” এর বর্ষাকালীন কর্মসূচী “সবুজ বনায়ন ” প্রকল্পের অধীনে মাসব্যাপী সবুজায়ন কার্যক্রম “বৃক্ষ রোপন কর্মসূচী-২০ইং” পালিত হচ্ছে।
দূর্মর বাংলাদেশ এর আয়োজনে ” আমরাই গড়ব সবুজ পৃথিবী ” এই স্লোগানে আজ ১০ আগষ্ট সোমবার চট্টগ্রাম বাঁশখালী, পূর্ব কাথারিয়া ডিগ্রি পাড়া আহমদিয়া নেছারিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গনে গাছ লাগানোর মধ্যে দিয়ে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর সমাপ্তি হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি, এস এম আনিসুল ইসলাম। ডিগ্রীপাড়া আহমদিয়া নেছারিয়া মাদ্রাসা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ও পরিচালক, আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ নেছার উদ্দিন মুনিরী আল কাদ্বেরী। পূর্ব কাথরিয়া ডিগ্রি পাড়া তৈয়্যবিয়া তাহেরীয়া পরিষদের সভাপতি, মুহাম্মদ ফিরোজ , সেক্রেটারী মুহাম্মদ শামসুল ইসলাম,ডিগ্রি পাড়া হোসাইনিয়া গাউসিয়া চিশতিয়া যুব সংস্থার সেক্রেটারী, মুহাম্মদ সেলিম, অর্থসম্পাদক মুহাম্মদ ইউনুস, সদস্য মুহাম্মদ হাসান প্রমুখ।
ইতিমধ্যে গত ২১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত, সচেতনতা তৈরি ও নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবর স্থান, খালি জায়গা, বাসার ছাদ, ও রাস্তার পাশে ৭শ ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়েছে কর্মসূচীতে।


























