জয়নাল আবেদীন( জুয়েল), ওমান প্রবাসী: সময়ের সাথে সাথে প্রকৃতির নিয়মে পালাক্রমে বিদায় নিয়ে চলে যায় এক একটি বছর। তেমনি ২০১৯ সাল বিদায় দিয়ে নতুন বছর ২০২০ সালকে সাদরে গ্রহন করে বিশ্ববাসী। অনেক আশা, আকাঙ্খা এবং স্বপ্ন নিয়ে মানুষ শুরু করে নতুন বছর ২০২০ সাল।
কিন্তু নতুন বছর সবার জন্য শান্তির বার্তার পরিবর্তে নিয়ে আসে এক অশুভ বার্তা। বছরের শুরুতেই করোনা নামক এক মহামারীর আভির্ভাব পুরো পৃথিবীকে নিরব এবং নিস্তেজ করে ফেলে। শুরু হয় বিশ্বব্যাপী এক আতংক যা থেকে রেহাই পায়নি বিশ্বের কোন দেশই। চারদিকে শোকের ছায়া এবং প্রিয়জন হারানোর বুক ফাটা আর্তনাদ। মহামারী ছোঁয়াচে হওয়ার কারনে প্রিয়জনের মৃত্যুতে আপন মানুষ গুলোও নিষ্ঠুরতার পরিচয় দিতে হয়েছে। এই মহামারি ভাইরাসটি পৃথিবীর মানুষের মন থেকে মায়া কেড়ে নিয়েছে। ভাইরাসটিতে মারা যাওয়া লাশ গুলো দাফন হয়েছে ভিন্ন আঙ্গিকে।
বন্যায় আক্রান্ত হয়ে বসত বাড়ি হারিয়েছে অসহায় মানুষেরা। বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে ঝরে গেল কত তাজা প্রান। কিছুদিন পূর্বে ময়মনসিংহে নৌকা ডুবে অকালে প্রান হারালেন কয়েকজন মাদ্রাসা পড়ুয়া তরুন।
লেবাননে বিস্ফোরণে ঝরে গেল প্রবাসীদের প্রান। আরব আমিরাতে আজমান মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে শতাদিক প্রতিষ্ঠান।পাকিস্তান ও ভারতে বিমান দূর্ঘটনায় অনেক মানুষ প্রান হারালো।
অনেক প্রবাসীর জন্য ২০২০ সাল স্বপ্ন পূরনের একটি বছর ছিল কিন্তু বাস্তবতার কঠিন আঘাতে স্বপ্ন গুলো পূরন হতে পারেনি। সব মিলিয়ে স্বজন হারানোর বছর হলো ২০২০ সাল, স্বপ্নভাঙ্গার বছর হলো ২০২০ সাল, স্বার্থপরতা এবং নিষ্ঠুরতার পরিচয় দেওয়ার বছর ২০২০ সাল!
একের পর এক দূর্ঘটনা হওয়ার রেকর্ড গড়লো ২০২০ সাল। মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যারা দূর্ঘটনার কবলে পড়ে মারা গিয়েছেন মহান আল্লাহ যেন তাদের ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করেন এবং যারা স্বজন হারিয়েছে তারা যেন এই শোক সহ্য করতে পারেন সেই তৌফিক দান করেন।
Discussion about this post