আবুধাবি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ার এরাবিয়া। আগামী ৭ আগস্ট থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে তারা।
এয়ার এরাবিয়া জানায়, সপ্তাহে দুইদিন বুধ ও শুক্রবার এয়ারবাস এ৩২০ দিয়ে ফ্লাইট চালু করা হবে।
প্রতি বুধ ও শুক্রবার আবুধাবি থেকে সকাল ৯ টায় ফ্লাইট ছেড়ে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ঢাকায় পৌঁছাবে। উভয় দিন বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে ফ্লাইট রওয়ানা হয়ে আবুধাবির সময় রাত ৮ টায় পৌঁছাবে।
Discussion about this post