নামাজের জন্য আরব আমিরাতে মসজিদ খুলে দেয়াকে স্মরণীয় করে রাখতে বুর্জ খলিফায় আজান দেওয়া হয়েছে। এ ছাড়া আজানের বাক্য ‘হাইয়্যা আলাস সালাহ’ বলার সঙ্গে সঙ্গে টাওয়ারে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এ ধ্বনি। বর্ণিল আলোয় আরবিতে ‘হাইয়্যা আলাস সালাহ’ লেখা দেখে দর্শকরা আল্লাহু আকবার তাকবির দিয়ে স্মরণীয় করে রেখেছেন সে মুহূর্ত।
আজান শেষে আরব আমিরাতে পুনরায় মসজিদ চালু হওয়ায় সবাইকে অভিনন্দন জানানো হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।
এই দারুণ মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন অনেকে। সেসব ছবি ও ভিডিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা উপলক্ষে বিভিন্ন সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে আলোকসজ্জায় সাজানো হয়। বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি, কারো প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশার্থে এমন করা হয়।
করোনা মহামারির ফলে অর্থনৈতিক সংকটে পড়া সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য খাবারের জন্য অর্থ জোগাড় করতে বুর্জ খলিফাকে একটি ঝলমলে দান বাক্সে পরিণত করা হয়।
করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস সংযুক্ত আরব আমিরাতের মসজিদসমূহ বন্ধ ছিলো। সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় আমিরাতের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে।
Discussion about this post