বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৮০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময় আরো ৪৩ জন মৃত্যু বরণ করেছে । এতে করে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩৭,৭৮৭ জনে পৌঁছেছে। মোট মৃ্তের সংখ্যা ১,৭৩৮ জন।
নতুন করে ১,৪০৯ জনসহ সারা দেশে মোট সুস্থ হয়েছে ৫৫,৭২৭ জন।এ দিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮,০৯৯ টি।
আজ রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানায়।