ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমান বন্দর নতুন নির্দেশনা জারি করেছে। কোভিড-১৯ এর কারণে যাত্রীদের সুরক্ষার জন্য এখন থেকে ফ্লাইটের পূর্বে বেশকিছু ধাপ অতিক্রম করতে হবে প্রতিটি যাত্রীর। রোববার দেশটির জাতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চলমান কোভিড-১৯ মহামারী চলাকালীন যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একাধিক প্রক্রিয়ার অংশ হিসাবে ওমান বিমানবন্দর এই নির্দেশনা জারি করেছে।
বিমানবন্দর থেকে বলা হয়েছে ” ভ্রমণের কমপক্ষে ৪ ঘণ্টা পূর্বে এয়ারপোর্টে এসে যাত্রীদের অনলাইনের মাধ্যমে তাদের যাতায়াত পদ্ধতি সম্পূর্ণ করতে হবে এবং ই-টিকিট ব্যবহার করতে হবে। প্রতিটি যাত্রী কেবলমাত্র একটি হ্যান্ডব্যাগ বহন করার অনুমতি পাবে”
এতে আরও বলা হয়, যদি কারো করোনার লক্ষণ থাকে, তাহলে সে যেন বিমানবন্দরে না আসে। যাত্রীদের বিমানবন্দরে থাকাকালীন সবসময় মাস্ক ব্যবহার করতে হবে এবং যদি কারো করোনার উপসর্গ দেখা দেয়, তাহলে সাথেসাথে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে।
Discussion about this post