ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। আগামী ২১ জুন থেকে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট শুরু করবে এয়ারলাইন্সটি। প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি ফ্লাইট চালাতে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রতি শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে একটি করে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স।
তবে করোনা ভাইরাসের কারণে আরব আমিরাতে বাংলাদেশী যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় কেবল ঢাকা-দুবাই রুটে ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস এয়ারলাইন্স। বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশী এয়ারলাইন্সগুলোও এ রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে এসব ফ্লাইটে কেবল ইউএইর নাগরিক এবং অন্য দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। একইভাবে বাংলাদেশী এয়ারলাইনসগুলোও ঢাকা-দুবাই রুটে কেবল ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা করতে পারবে।
Discussion about this post