সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা থেকে বাংলাদেশী এক তরুনীকে একটি অভিজাত হোটেল থেকে অনৈতিক কাজে জোর পূর্বক ব্যবহারের হাত থেকে উদ্ধার করা হয়েছে, ৬ জুন শনিবার সকাল ৯ টায় দুবাই বাংলাদেশ কনসুলেটের সহায়তায় দালালের খপ্পর থেকে মুক্তি পান বাংলাদেশী ভুক্তভোগী এই তরুণী।
ভাগ্য পরিবর্তনের আশায় বাংলাদেশের খুলনার এই মেয়ে করোনাপরিস্থির আগে একটি নৃত্য দলের সাথে আমিরাতে আসেন। লকডাউনের সময় এ হোটেলে অবস্থান করছিলেন। এ সময় বাংলাদেশী একটি দালাল চক্র অনৈতিক কাজ করার জন্য তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে।
তরুনী জানায় উদ্ধার হওয়ার ৩ দিন আগ থেকে অতিরিক্ত নির্যাতন করার পাশাপাশি সব ধরনের খাওয়া বন্ধ করে দেয়। নির্যাতিত মেয়েটি বাংলাদেশ কনসুলেটের নামবার সংগ্রহ করে ফোন করে তাকে উদ্ধারের জন্য অনুরোধ করেন।
অভিযোগ পেয়ে ৬ জুন শনিবার রাত ১ টার সময় দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান বাংলাদেশ সমিতি ফুজিরা শাখার সহসভাপতি তফন বাবু সরকারকে অবহিত করলে সকাল ৯ টায় তাকে উদ্ধার করা হয়। পরে কনসাল জেনারেলের সহযোগীতায় একইদিন বেলা ২ টার সময় এরার এরাবিয়ার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরার ব্যাবস্থা করা হয়।
উদ্ধার হওয়া তরুনী আরো জানায় দালাল চক্রটির হাতে অনেক নারী নির্যাতনের শীকার হলেও ভয়ে কেউ মুখ খোলে না! দালালের মাধ্যমে বিদেশ না আসার অনুরোধ জানানোর পাশাপাশি দুবাই বাংলাদেশ কনসুলেটকে ধন্যবাদ জানিয়েছেন এই তরুনী
Discussion about this post