বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস অনেক আগেই বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। গত বছরের ডিসেম্বরের ৩১ তারিখ থেকে এ বছর জুন মাসের ৮ তারিখ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বিশ্বের চার লাখ ৬ হাজার ৪৬১ জন মানুষ। করোনার এই প্রকোপ বিশ্বের সকল দেশের মতো ছড়িয়ে পড়েছে আরব দেশগুলোতে ও।
আরব দেশগুলোতেও দ্রুত গতিতে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র আরব দেশগুলোতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার হাজার ৬৬৩ জনের। আর এসব দেশে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা তিন লাখ ৫৩ হাজার ১০০ জন। মাত্র এক মাসেই নতুন দুই লাখ আক্রান্ত করোনা আক্রান্ত মানুষ এই তালিকায় যুক্ত হয়েছে।
সারাবিশ্বের মতো আরব লীগের ২২টি সদস্য রাষ্ট্রসহ আরো তিনটি রাষ্ট্র চাদ, ইরিত্রিয়া ও ইসরাইল আরবি ভাষাভাষী দেশেও ছড়িয়ে পড়েছে এই মরণঘাতী ভাইরাস। আরব রাষ্ট্রগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব। দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর মৃতের সংখ্যায় এগিয়ে আছে মিশর। এছাড়াও আক্রান্ত বেড়েছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, কাতার, মরক্কো, আলজেরিয়ায়।
আরব রাষ্ট্রগুলোর মধ্যে সর্বশেষ করোনা আক্রান্ত রাষ্ট্রটি হলো কমোরাস। তবে করোনার সংক্রমণ এখন পর্যন্ত স্থির অবস্থায় রয়েছে লিবিয়া ও মৌরিতানিয়ায়। সৌদি আরবে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত মোট এক লাখ ১৯ হাজার ১৪ করোনায় আক্রান্ত হয়েছে ও মৃত্যু হয়েছে ৭১২ জনের, সংযুক্ত আরব আমিরাতে আক্রান্ত ৩৮ হাজার ৮০৮ ও মৃত্যু ২৭৬, মিশরে আক্রান্ত ৩৪ হাজার ৭৯ ও মৃত্যু এক হাজার ২৩৭, মরক্কোতে আক্রান্ত আট হাজার ২৫০ ও মৃত্যু ২০৮, আলজেরিয়ায় আক্রান্ত ১০ হাজার ১৫৪ ও মৃত্যু ৭০৭, কাতারে আক্রান্ত ৬৮ হাজার ৭৯০ ও মৃত্যু ৫৪, সুদানে আক্রান্ত ছয় হাজার ৮১ ও মৃত্যু ৩৫৯, লিবিয়ায় আক্রান্ত ২৫৬ ও মৃত্যু ৫, মৌরিতানিয়ায় আক্রান্ত এক হাজার ৪৯ ও মৃত্যু ৫৫, বাহরাইনে আক্রান্ত ১৪ হাজার ৭৬৩ ও মৃত্যু ২৬ জন, সোমালিয়ায় আক্রান্ত দুই হাজার ৩৩৪ ও মৃত্যু ৮৩, ইয়েমেনে আক্রান্ত ৪৮৪ ও মৃত্যু ১১২, ইরাকে আক্রান্ত ১২ হাজার ৩৬৬ ও মৃত্যু ৩৪৬, ওমানে আক্রান্ত ১৬ হাজার ৮৮২ ও মৃত্যু ৭৫, সিরিয়ায় আক্রান্ত ১৪১ ও মৃত্যু ৬, তিউনিসিয়ায় আক্রান্ত এক হাজার ৩২ ও মৃত্যু ৪৫, জর্ডানে আক্রান্ত ৫৬২ ও মৃত্যু ৯, জিবুতিতে আক্রান্ত এক হাজার ৮৭ ও মৃত্যু ৪৯, কুয়েতে আক্রান্ত ৩১ হাজার ৮৪৮ ও মৃত্যু ২৬৪, লেবানন আক্রান্ত এক হাজার ৩৩১ ও মৃত্যু ৩০, ফিলিস্তিনে আক্রান্ত ৪৭২ ও মৃত্যু ৩, কমোরাস আক্রান্ত ১৪১ ও মৃত্যু দুই। এছাড়াও ইসরাইলে আক্রান্ত ১৭ হাজার ৯১৫ ও মৃত্যু ২৯৮, চাদে আক্রান্ত ৮৩৭ ও মৃত্যু ৬৮।
তবে ইরিত্রিয়া এখনো পর্যন্ত সম্পূর্ণ করোনামুক্ত হয়েছে। সেখানে আক্রান্ত ৩৯ জন রোগী বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। সূত্র : ওয়ার্ল্ডোমিটার
Discussion about this post