আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ কমে এলে ও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জনের বেশি প্রবাসী বাংলাদেশি। সর্বশেষ রোববার পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৪ জন।
চলতি বছরের ২৯ জানুয়ারি আমিরাতে প্রথম আক্রান্ত রোগী পাওয়া গেলেও ২০ মার্চ প্রথমবারের মত ২ জন আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর স্থানীয় সংবাদপত্রে আসে। গত ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় প্রথম বাংলাদেশি মারা যান। এরপর থেকে নিয়মিত বাড়ছে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা। মাত্র ৬৭ দিনের ব্যবধানে এটি সমানুপাতিক হারে দাঁড়িয়ে গেছে।
সংযুক্ত আরব আমিরাতে তুলনামূলকভাবে করোনাভাইরাসের আক্রান্ত বাংলাদেশিদের মৃত্যুর হার বেশি। রোববার পর্যন্ত ৬১ জনের বেশি বাংলাদেশি করোনায় মারা গেছেন।
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে আমিরাতের স্বাস্থ্য ও প্রশাসনিক দপ্তর। রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি এখনো রয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজারের মত নাগরিকের করোনা পরীক্ষা করছে আমিরাতের স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ রোববার ৩১মে ২০২০ পর্যন্ত আমিরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৫৭ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৩২ জন।
Discussion about this post