বায়তুশ শরফের পীর মাওলানা কুতুব উদ্দিন রহ. এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (২১ মে) ফজরের নামাজের পর বায়তুশ শরফ দরবারে জানাযা শেষে মসজিদের পাশে দাফন করা হয়।
জানাযা নামাজের ইমামতি করেন আল্লামা মাওলানা কুতুব উদ্দিন (রহ.) এর ছেলে মাওলানা বেলাল উদ্দিন।
চট্টগ্রাম শহরের ধনিয়ালাপাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদের পাশে মরহুম পীর শাহ সূফী আব্দুল জাব্বার রহ. এর কবরের পাশে দাফন করা হয়। জোহরের পর জানাযা-দাফনের প্রাথমিক সিদ্ধান্ত হয়ে থাকলেও করোনা পরিস্থিতির কারণে ভোরেই জানাযা-দাফন্ন সম্পন্ন হয়।
এর আগে বুধবার (২০ মে) বিকেল ৫টায় রাজধানীর আনোয়ার খাঁন মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ১ ছেলে ও ৫ মেয়ের জনক।
মাওলানা কুতুব উদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শরীয়াহ বোর্ডের চেয়ারম্যানসহ অসংখ্য মাদরাসা, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বায়তুশ শরফ দরবারের পীর সাহেব ছিলেন।


























