চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক গৃহবধূকে খুন করেছে স্বামী। ইফতার করার সময় ঠান্ডা পানি চেয়ে না পেয়ে স্ত্রীকে খুনের এ ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শেলী আক্তার ওই গ্রামের জনৈক কামাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ইফতার করার সময় কামাল উদ্দিন স্ত্রী শেলীর কাছে ঠান্ডা পানি চায়। শেলী নেই বলে জানালে তাকে জগ দিয়ে ঘাড়ে আঘাত করে কামাল। শেলী অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই সে মারা যায়।
ঘটনার সত্যতা স্বীকার পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে মহিলার স্বামী কামাল পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর হাসপাতাল থেকে মহিলার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কামালকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি বোরহান।
Discussion about this post