বলিউড হার্টথ্রব সালমান খান এখনো ব্যাচেলর। উপমহাদেশের এই মোস্ট এলিজেবল ব্যাচেলরের বিয়ে নিয়ে কানা ঘোষাও কম হচ্ছে না। সব সময় খবরের শিরোনামে রয়েছে সালমানের বিয়ে ও প্রেম। নানাজনের নামের সঙ্গেই জুটল সালমানের নাম। সর্বশেষ শোনা যাচ্ছে সোনাক্ষী সিনহার নাম।
শেষ পর্যন্ত সালমান কি সোনাক্ষী সিনহাকেই বিয়ে করতে যাচ্ছেন? খোঁজ নিয়ে জানা যায়, ঘটনা সত্য। সোনাক্ষীই হতে যাচ্ছেন সালমান খানের স্ত্রী। তবে বাস্তবে নয়। তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে দেখা যাবে পর্দায়। ‘দাবাং থ্রি’ ছবিতে আবারও দেখা যাবে এই জুটিকে। আর সেখানেই স্বামী স্ত্রী হিসেবে হাজির হবেন তারা। জানা যায়, এ বছরেই শুরু হবে ‘দাবাং থ্রি’র শুটিং। ‘দাবাং থ্রি’-র জন্য নিজেকে প্রস্তুতও করছেন সোনাক্ষী সিনহা।
এদিকে ভাইজান ব্যস্ত রয়েছেন ‘ভারত’ নিয়ে। পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমায় সালমান খানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ‘ভারত’-এর কাজ শেষ করেই ‘দাবাং থ্রি’-র জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন সালমান খান।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post