ইশতিয়াক আসিফ: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বাদশা মিয়ার করোনা টেস্টে পজিটিভ আসায় তার লাশ গতকাল ১০-০৫-২০২০ রাস আল খাইমায় দাপন সম্পন্ন হয়।
বাদশা মিয়া চট্রগ্রাম হাটহাজারী থানার নাঙ্গলমোরা ইউনিয়নের নজির আহমদ সওদাগর বাড়ির লক্ষি মিয়ার চার ছেলের মধ্যে তিনি ছিলেন সবার ছোট । তিনি বৃহস্পতিবার ০৭.০৫.২০২০ আরব আমিরাতের রাস আল খাইমায় হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেও তার করোনা টেস্টের রিপোর্টের জন্যে অপেক্ষা করা হচ্ছিল। করোনা টেস্টে পজিটিভ না আসলে বাদশা মিয়ার লাশ দেশে পাঠানো হতো।
বৃহস্পতিবার মারা গেলেও করোনা টেস্টের রেজাল্টের জন্য তার লাশ এতদিন রাস আল খাইমায় সাইফ বিন গুবাস হাসপাতালের মর্গে ছিল, অবশেষে হাসপাতালে রিপোর্টে জানাযায় বাদশা মিয়ার করোনা পজিটিভ ছিল। তাই গতকাল রবিবার তার দাপন সম্পন্ন করা হয়।
আমিরাত প্রবাসী বাদশা মিয়া রাস-আল-খাইমাতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক মেয়ে এবং দুই পুত্র সন্তান রেখে যান।


























