শারজাহতে মল,সেলুন এবং রেস্টু্রেন্টসসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি আগামীকাল থেকে পুনরায় খোলা হবে।
শারজাহ অর্থনৈতিক উন্নয়ন বিভাগ (শিড) জানায়, জনস্বাস্থ্য রক্ষায় পুনরায় খোলার পরে কঠোর নিরাপত্তা নির্দেশিকা পালন করতে হবে।
বাণিজ্যিক কেন্দ্রগুলি দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, অন্যদিকে রেস্টুরেন্টস এবং ফার্মেসীগুলি চব্বিশ ঘন্টা খোলা থাকবে।ন
শিডের একজন কর্মকর্তা জানিয়েছেন, আমিরাতের সকল প্রতিষ্ঠানে পুনরায় খোলার পরে স্বাস্থ ব্যবস্থা মেনে চলার বিষয়ে বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছে। বাণিজ্যিক কেন্দ্রগুলিসহ সকল সাধারণ অঞ্চলে মুল দারণ ক্ষমতার ৩০ শতাংশের বেশি উপস্থিতি থাকতে পারবেনা। এবং ফার্মেসীগুলির প্রবেশপথে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেদ সম্বলিত সাইনবোর্ড স্থাপন করতে হবে ।
তিনি আরো বলেন, ক্রেতাদের অবশ্যই সর্বদা ফেস মাস্ক এবং হেন্ড গ্লাভস পরতে হবে। করোনাভাইরাস থেকে নিজেকে বাঁচাতে কর্মচারীদের জন্য সচেতনতা প্রোগ্রামের ব্যবস্থা করা হচ্ছে।
সূত্রঃ খালিজ টাইমস
























