করোনাভাইরাস টেস্ট করতে অস্বীকার করলেই পাঁচ হাজার দিরহাম জরিমানার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
আবুধাবি অর্থনৈতিক উন্নয়ন অধিদফতর এক প্রজ্ঞাপনে দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক-পরিচালক এবং সব কর্মচারীর উদ্দেশ্যে এ আইন জারি করে।
কোভিড ১৯-এর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা ও প্রয়োজনীয় নির্দেশাবলি কার্যকর করার জন্য প্রজ্ঞাপনটি জারি করা হয়।
এতে বলা হয়েছে, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কেউ করোনা টেস্ট করতে অস্বীকার করলেই পাঁচ হাজার দিরহাম জরিমানা করা হবে।
বিশেষত, জরুরি অবস্থা, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ও সমাজ সুরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধের ভিত্তিতে কর্মীদের পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ কারও জন্যই থাকবে না।
Discussion about this post