সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, দাওয়াহ ও গাইডেন্স ঘোষণা করেছে যে রমজানে তারাবীহর নামাজ ঘরেই আদায় করতে হবে। কারণ করোনাভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।
আল রিয়াদ পত্রিকা সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রী ডাঃ আবদুল লতিফ আল শেখের বরাত দিয়ে বলেছে: “মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ তারাবীহ নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং মসজিদে নামায বন্ধ থাকার কারণে আমরা তারাবীহর নামায ঘরেই আদায় করব এবং মহান আল্লাহর কাছে সমগ্র বিশ্বকে এই মহামারী থেকে রক্ষার জন্য দোয়া করব।
আল শেখ বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা ও সতর্কতা অনুযায়ী কেউ মারা গেলে তার পরিবারের পাঁচ থেকে ছয় জন মৃত ব্যক্তির জানাজার নামায আদায় করবে। জনসমাগম নিষিদ্ধ হওয়ায় মৃতের আত্মীয়দের পাঁচ থেকে ছয়জনের বেশি জানাজায় অংশগ্রহন করতে পারবে না এবং বাকিরা তাদের বাড়িতে প্রার্থনা করবে।
Discussion about this post