করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক চিকিৎসকসহ ১১ প্রবাসী বাংলাদেশির প্রাণ গেছে।
এ নিয়ে দেশটিতে ৯৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো। যার মধ্যে ৮৯ জনই নিউইয়র্কের বাসিন্দা। করোনাভাইরাসে মৃতদের তালিকায় রয়েছেন দুই জন চিকিৎসক।
এর মধ্যে বৃহস্পতিবার মারা গেছেন, চিকিৎসক রেজা চৌধুরী। ধারণা করা হচ্ছে, রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হন তিনি। মারা যাওয়া আরেক ডাক্তার মোহাম্মদ ইফতেখার উদ্দিন নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন।
কোভিড নাইনটিনে আক্রান্ত আরও অনেক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Discussion about this post