মহামারি করোনা ভাইরাসে ঘরবন্দী সময় কাটাচ্ছে সর্বস্তরের মানুষ। আর এই সময়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। নিম্ন আয়ের মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন অনেকেই। তালিকায় রয়েছেন নানা ক্ষেত্রের শিল্পীরাও। এবার করোনাভাইরাসের দুর্যোগে বগুড়ার দুস্থ মানুষদের সহায়তা করলেন আলোচিত হিরো আলম। প্রায় ৫০০ দুস্থ মানুষের ঘরে চাল, ডাল পৌঁছে দিয়েছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তিনি।
হিরো আলম দেশ রূপান্তরকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে সব মানুষই এখন ঘরবন্দী। অনেকেই দিন আনে দিন খায়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি দুস্থ মানুষদের সহায়তা করতে। আমি মনে করি সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষকে এই দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো উচিত।’
হিরো আলম আরও জানান, তার নিজ এলাকা বগুড়ার শেরপুর, নন্দীগ্রাম, এরুলিয়া এলাকার ৫০০ ছিন্নমূল মানুষের মধ্যে চাল ডালসহ নিত্যপণ্য বিতরণ করেন। গত তিন দিন ধরে কয়েক ধাপে এই সব মানুষের কাছে নিত্যপণ্য বিতরণ করেন। দরিদ্রদের মাঝে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানালেন আলম।
Discussion about this post