১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সময় এক যুবলীগকর্মীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যক্তির নাম মাসুম মোল্লা। তার বাড়ি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে।
মাদারীপুরের শিবচরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চালসহ শনিবার রাত ৯টার দিকে উপজেলার শেখপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
এর আগে করোনা পরিস্থিতিতে মাসুম মোল্লা উপজেলার শেখপুর বাজারে তার ১০ দোকানের চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দেন। এরই মধ্যে ঘটল এ ঘটনা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন শিবচর থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ।
Discussion about this post