মাদারীপুরের শিবচর উপজেলার ৪টি এলাকায় প্রবেশ ও বাহির পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। একইসঙ্গে ফোন করলে খাদ্যদব্য সরবরাহ করবে প্রশাসন। সেই সঙ্গে, বাতিল করা হয়েছে পুলিশের সদস্যদের সবধরনের ছুটি। শুক্রবার (২০শে মার্চ) দুপুরে শিবচর থানায় জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরেআলম মিনা।
যে চারটি এলাকায় প্রবেশ ও বাহির পথ বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো, শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি গ্রাম, দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম। এছাড়া বন্ধ রয়েছে ওই এলাকার অধিকাংশ দোকানপাট।
নুরেআলম মিনা আরও জানান, এসব এলাকার সকলকে আলাদা করে থাকতে বলা হয়েছে। যদি কারো নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্রয়োজন হয়, সেক্ষেত্রে পুলিশকে ফোন করলে পুলিশ বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী জনপ্রতিনিধিদের সহযোগিতায় পৌঁছতে দিবে। এছাড়া জনপ্রতিনিধিদের নিয়ে প্রত্যেকটি এলাকায় আলাদাভাবে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বিদেশ ফেরত সকলকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে রাখার জন্য কাজ করছে।
Discussion about this post