দিনাজপুরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকারসহ এ পর্যন্ত ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সকলেই ইতালী, সিঙ্গাপুর, লেবানন, ভারত, কাতার, সৌদি আরব, ওমান এবং কুয়েত থেকে দেশে ফিরেফেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী জানিয়েছেন, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকারসহ ৬ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
১৮ মার্চ বুধবার মেয়র লিয়াকত আলী সরকারের সর্দি ও কাশি দেখা দিলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে ৩ জন ভারত, একজন সৌদ আরব, একজন সিঙ্গাপুর এবং একজন মালেয়েশিয়া থেকে দেশে এসেছেন। এসব ব্যক্তিরা মার্চ মাসের ১০ থেকে ১৬ তারিখের মধ্যে দেশে আসেন। এরমধ্যে পৌর মেয়র ১২ মার্চ বিরামপুরে আসেন।
অন্যদিকে সদরে একজন, হাকিমপুরে ৫ জন, নবাবগােঞ্জ একজন, খানসামায় ২ জন, কাহারোলে একজন, পার্বতীপুরে ২ জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নামজুস সাঈদ ৫ জন হোম কোয়ারেন্টিনে থাকার খবর নিশ্চিত করে জানান, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে হাকিমপুরে আসা ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে বিদেশ ফেরত দুই ব্যক্তি করোনায় আক্রান্ত সন্দেহের ঘটনায় পৃথক দুই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের একজন কাতার এবং অন্যজন দুবাই ফেরত।
বুধবার বিকেলে দিনাজপুরের খানসামায় দুবাই ফেরত একব্যক্তি হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
Discussion about this post