বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে ৭০ বছর বয়সি একজন মারা গেছেন। তিনি হার্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি দেশের বাইরে থেকে আসা একজন সংস্পর্শে এসেছিলেন।
বুধবার, রাজধানীর মহাখালিতে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজন নতুন রোগী শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।



























