ফখরুল ইসলাম :
# প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষন : যারা ছুটি শেষে আবার ফিরছেন
আপনারা যারা প্রবাসে থাকেন ছুটিতে দেশে এসেছেন, অথবা নতুন করে প্রবাসে যাচ্ছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা।
আপনি প্রবাসে পুরাতন বা নতুন করে যাচ্ছেন, আপনি প্রবাসে যাওয়ার সময়, প্রবাসে আপনার পরিচিত বা আত্মীয় ভাই বন্ধুর জন্য তার পরিবার ভাই বন্ধু তার জন্য কিছু কাপড়, খাবার বা ঔষুধ দিয়ে থাকে, এমন ঘটনা নতুন নয়। আপনি কল্পনা ও করতে পারবেন না, প্রবাসে আপনার সেই কাছের মানুষটা আপনার লাইফ ঝুঁকিতে পেলে দিতে পারে। যেমন বলছি, আপনার কাছে সেই কাছের মানুষটার জন্য যে কাপড় বা খাবার সামগ্রী দিবে সেগুলোর সাথে ইয়াবা বা গাঁজা দিয়ে দিতে পারে। এরপর আপনি যখন বিদেশে যাত্রা করতে যাবেন তখন বাংলাদেশ এয়ারপোর্টে আপনার মালামাল চেক করা হবে, বাংলাদেশ এয়ারপোর্ট যদিও পার পেয়ে যান, এরপর আপনার মালামাল অবশ্যই প্রবাসে যেদেশে যাবেন সেই দেশের এয়ারপোর্টে খুব ভালো করে চেক করা হবে। তখন যদি আপনার কাছে অন্য কারো দেয়া অবৈধ কোন মালামাল পাওয়া যায়, তখন আপনার প্রবাস জীবন সেখানে সমাপ্ত এবং জেল হবে দীর্ঘদিনের জন্য। আপনার জন্য আপনার পুরো পরিবারের কি অবস্থা হবে চিন্তা করুক একবার।
আমি বলছিনা আপনারা প্রবাসে যাওয়ার সময় কারো জন্য কিছু নিয়ে যাবেন না।
অবশ্যই নিয়ে যাবেন আপনার রুমমেট বা আত্মীয় ভাই বন্ধুর জন্য, কিন্তু যাকে আপনার সন্দেহ হবে বা বুঝবেন তাদের মধ্যে কেউ আপনার ক্ষতি করতে পারে, এমন লোকদের জন্য মালামাল দিলে তা অবশ্যই যে দিবে, তাকে বলবেন আপনার সামনে নিয়ে এসে প্যাকেট করতে, অথবা আপনি বাড়িতে নিয়ে এসে অবশ্যই প্যাকেট খুলে দেখবেন যে ভিতরে কি কি আছে।
বর্তমানে এ জাতীয় ঘটনা অহরহ ঘটছে, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর মোটামুটি অনেক দেশের প্রবাসীরা এমন প্রতারণ বা দুর্ঘটনার কবলে পড়ে জেলে বসবাস করছেন।
আমার জানাশোনা ফেনী সোনাগাজীর এক ভাই এবং চট্রগ্রামের একভাই এই একই ঘটনায় বিদেশে জেলে আছেন, তারা জানতেন না, তাদের কাছে দেয়া মালামাল যেমন খাবার সামগ্রীর সাথে ইয়াবা দিয়ে দেয়া হয়েছিলো।
এমন অনেকের জীবনটা শেষ করে দিয়েছে তাদের নিজের অজান্তে করা অপরাধের কারনে।
তাদের পরিবারে কি অবস্থা চলছে কে জানে ?
Discussion about this post