প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য সংস্থার বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আক্রান্তদের বেশিরভাগই রাজধানী তেহরান এবং কোম শহরের বাসিন্দা। যেখান থেকে কোভিড-১৯ প্রথম ছড়িয়েছিল। যদিও গতকাল শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ৩৪ জনের মৃত্য হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর বলেছেন, মৃতের সংখ্যা সঠিকভাবেই তুলে ধরা হয়েছে। তিনি বিবিসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ এনেছেন। এর আগে ২৭ ফেব্রুয়ারি দেশটির নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর জানায় সংবাদমাধ্যম।
শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছি। তাদের স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী নয় এছাড়া দেশের ভিতরে কী ঘটছে সে সম্পর্কে তথ্য ভাগাভাগি করতেও আগ্রহী আমরা।
Discussion about this post