চট্টগ্রাম বিমানবন্দরে আবুধাবীগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিপর্যয় যার ফলে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে।
বাংলাদেশ বিমানের সোমবার রাত ১০ টা ৫ মিনিটের ফ্লাইট মঙ্গলবার সকাল ১১.৪৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ছেড়েছে। যদিও আবহাওয়া জনিত কারণ দেখিয়ে গতকাল রাতে যাত্রীদের বিমানে উঠানোর পর আবার নামিয়ে আনা হয়। ফ্লাইট বাতিল ঘোষনার পর ৪ ঘন্টা পরও হোটেলে না দিয়ে ওয়েটিং রুম বসিয়ে রাখায় যাত্রীরা হট্টগোল শুরু করে। একপর্যায়ে রাত ২ টা ২৫ মিনিটে একজন উর্ধ্বতন কর্মকর্তা এসে যাত্রীদের হোটেলে নেওয়ার ব্যবস্থা করেন।
যাত্রীদের একজন জানান, “আমাদেরকে ফ্লাইট বাতিল হওয়ার ঘোষণার সাথে বলা হয়েছিল অথচ ৪ ঘন্টা অতিক্রম করলেও হোটেলে নেওয়ার কোন খোঁজ নেই। একজন উর্ধ্বতন কর্মকর্তা পাচ্ছিলাম না যে এসে সমাধান দেবে। অবশেষে ৪ ঘন্টা পর একজন এসে আমাদেরকে হোটেলে নেওয়ার ব্যবস্থা করেন।
মোট ২৭৪ জন যাত্রীকে বোর্ডিং পাশ দেয়া হলেও তাদের মধ্যে ১৮৮ জনকে হোটেলে নিয়ে যাওয়া হয়। বাকী ৮৬ জনকে বাস সংকটের অজুহাত দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়নি। যার ফলে এয়ারপোর্টের চেয়ারে বসে শুয়ে মশার কামড়ে রাত কাটাতে হয়েছে ভুক্তভোগী প্রবাসীদের।
এক প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রবাসীদের সোনার ছেলে বলেন! অথচ আমরা এখনো কামলা রয়ে গেলাম না হয় সন্ধা ৭ টায় বোর্ডিং করে রাত ২ টায় নিজ দেশের এয়ারপোর্টের মেঝেতে শুয়ে রাত কাটাতে হতো না!
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০০১২৭ বাংলাদেশ বিমানটি ক্যাপ্টেন পারভেজ এর নেতৃত্বে রাত ১০ টায় আবুধাবির উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল। আবহাওয়া জনিত অজুহাতে ফ্লাইট বাতিল হওয়ার কথা বললেও মুলত ফ্লাইট বাতিলের কোন কারণ জানা যায় নি! অবশষে আজ সকাল ১১.৪৫ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছাড়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট।
Discussion about this post