মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে দুবাইতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সরূপ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার Blood donors of Bangladesh in UAE’র আয়োজনে রক্তদান কর্মসুচী অনুষ্ঠিত হয়। দুবাই’র স্থানীয় লতিফা হাসপাতালের রক্তদান কেন্দ্রে দুপর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত রক্তদান কর্মসুচী চলে। আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয়।
রক্তদান কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই’র প্রথম সেক্রেটারি রফিকুল আমিন। বাংলাদেশি এক্স ক্যাডেটস’র সদস্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা, চাকুরীজীবি, পেশাজীবি প্রবাসীর মিলে সর্বমোট ৪০ জন এ দিন স্বেচ্ছায় রক্তদান করেন।
কার্যক্রমের উদ্যোক্তা জুলফিকার হায়দার খান জানান এ আয়োজনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছি। তিনি আরো জানানা “আমি তথ্য নিয়ে জানতে পেরেছি দুবাই রক্তদান কেন্দ্র থেকে প্রতিদিন বিভিন্ন রোগীর জন্য ৮০-৮৫ ব্যাগ রক্ত সরবারাহ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের সম্মান জানিয়ে এবং আমিরাতে পজিটিভ বাংলাদেশ উপস্থাপন করার লক্ষ্যেই মূলত আমার এই উদ্যোগ। রক্তদানকারী প্রবাসী বাংলাদেশিদেরকে সাইলেন্ট হিরো উল্লেখ করে তিনি বলেন এমন হিরোদের নিয়ে আগামীতেও এই কর্মসূচী অব্যাহত থাকবে।
Discussion about this post