আরব আমিরাতে ফেনী সমিতির ভালবাসা দিবসে গ্রামীন জনগোষ্ঠীর চিরচেনা অনুষ্ঠান চড়ুইভাতি খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। ১৪ ই ফেব্রুয়ারী শুক্রবার শারজা ন্যাশনাল পার্কে সম্পন্ন হয় এ আয়োজন। দিনব্যাপী এ অনন্য আয়োজন ছিল গ্রামীণ সংস্কৃতিতে ভরপুর।
চড়ুইভাতি অনুষ্ঠানে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, বিস্কুট খেলা, চিত্রাংকন, চামুচ মুখে মারবেল, গানের পুতুল ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে আগত বড়দের চিঠি লেখা প্রতিযোগীতা সত্যি সবার মন কাড়ে। চিঠিতে স্বামী স্ত্রীর প্রেম ভালবাসার পাশাপাশি বাংলাদেশের সমকালীন বিষয় অত্যন্ত সুনিপুণ ভাবে ফুটে উঠেছে। মা বাবা ভাই বোনকে এই প্রবাসে থেকেও মিস করার কথা, প্রবাসে থেকে প্রেম করে বিয়ে করার সফলতা সহ অনেক বিষয়।
আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে অনেকে পরিবার সহ চড়ুইভাতি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। হাতে বানানো শীতকালীন নানান রকমের পিঠা, চাউলের সেমাই ছাড়াও রকমারী নাস্তা অনুষ্ঠানে আগত সবাইকে মুগ্ধ করে। শীতকালীন এ আয়োজনে দুপুরের ভুনাখিচুড়ি, বিকেলে ছোলা মুরি, সন্ধায় চিকেন ও ফিস বারবিকিউ, নিয়মিত চা বিরতি, গানের আড্ডা অনেকেই ফিরে গিয়েছিল স্মৃতিময় সোনালী অতীতে।
মুহাম্মাদ ইছমাইল ও কাজী ইসমাইল এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন প্রকৌশলী এম এ মান্নান ও শরিফুল ইসলাম। প্রথমবারের মত এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আমিরাত সংবাদ।
Discussion about this post