ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের খালপাড়া গ্রামে তালাক দেয়া গৃহবধূকে বাড়িতে ডেকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে নাজমা আক্তার (২২) নামে ওই গৃহবধূকে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। মঙ্গলবার সকালে সাবেক স্বামী সাদ্দাম হোসেনের বাড়ির পাশের গাছে নাজমার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নাজমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
নাজমার মামা শামসুল হক বলেন, প্রায় দুই বছর আগে সদর উপজেলার রহিমানপুর খালপাড়া গ্রামের বাবুর ছেলে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় নাজমার। তিন মাস আগে সাদ্দামের সঙ্গে নাজমার তালাক হয়। বিয়ের সময় এক লাখ ৫০ হাজার টাকা যৌতুক নিলেও তালাকের সময় ৮০ হাজার টাকা নাজমার পরিবারকে ফেরত দেয় সাদ্দাম। মেয়েকে দেখার কথা বলে নাজমাকে ১৫ ফেব্রুয়ারি বাড়িতে নিয়ে যায় সাদ্দাম।
এরপর নাজমার পরিবারকে ৮০ হাজার টাকার জন্য চাপ দেয়। টাকা দিতে রাজি না হলে সোমবার রাতে নাজমাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে সাদ্দাম। ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক। সাদ্দামের বাবা বাবুকে আটক করে পুলিশ।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাকিলা বলেন, নাজমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
Discussion about this post